১। চিংড়ির ঘের পানি গভীরতা বৃদ্ধি করা (কমপক্ষে ৩-৪ ফুট)।
২। মজুদ ঘনত্ব বজায় রাখা।
৩। দুপুর বেলা পানিতে অক্সিজেন বাড়ানো ব্যবস্থা করা।
৪। ঘের পাড় উচু করা (পানির সর্বোচ্চ উচ্চতা থেকে ৩ ফুট)।
৫। পিএইচ বেশি থাকলে রাতের বেলা বিঘা প্রতি ২ কেজি জিওলাইট প্রয়োগ করা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS