গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়
পাইকগাছা, খুলনা।
পত্র নং ৩৩.০২.৪৭৬৪.৫০১.৩৬.০০১. ৬৭১ তারিখঃ ২৮/০১/২০২১ খ্রি.
নোটিশ
এতদ্বারা চিংড়ি ক্রয়ের সাধে জড়িত সকল ফড়িয়া, এজন্ট, কমিশন এজন্ট, পাইকারী ক্রেতা ও ডিপো মালিকগণকে জনানা যাচ্ছে যে আপনাদের মধ্যে এ শ্রেণির অসাধু ব্যক্তি চিংড়িতে অপদ্রব্য হিসাবে ময়লা পানি, ফিটকিরির জল, জেলি পুশ করে বাজারে বিক্রি সহ বিদেশে রপ্তানীর জন্য প্রসেসিং ফ্যাক্টরিতে বিক্রি করেছেন। এতে চিংড়ির গুণগতমান নষ্ট হচ্ছে। এছাড়া বিদেশে আমাদের দেশের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে। একইসাথে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন ভঙ্গ হচ্ছে। এমতাবস্থায় এই সেক্টরের সাথে জড়িত সকলকে অপদ্রব্য পুশ বন্দসহ অপদ্রব্য পুশ রোধ সহযেগিতা করার অনুরোধ করা হচ্ছে।
অনুরোধক্রমে
(পবিত্র কুমার দাস )
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা
পাইকগাছা, খুলনা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS